সভাপতির বানী

মির্জা তারিক হিকমত

সভাপতি

পাবনা জেলার বেড়া উপজেলাধীন কৈটোলা ইউনিয়নের কাগেশ্বরী  নদীর তীর ঘেষে সবুজেঘেরা কৈটোলা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবনা জেলার  অন্যতম একটি বিদ্যাপিঠ আদর্শ উচ্চ বিদ্যালয়,কৈটোলা। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশের অন্যতম অঙ্গন এ বিদ্যাপিঠ ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ভোকেশনাল শাখা এবং ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে ১২টি শাখায় এক হাজার তিনশত পাঁচ জন ‍শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। প্রতিদিন সকাল ৯.০০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে শত শত ছাত্র-ছাত্রী তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করার লক্ষ্যে বিদ্যালয় প্রশাসন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম হিসাবে বিদ্যালয়ে স্কাউট দল ও গার্লস গাউড কার্যক্রম চলমান রয়েছে যেখানে শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশের ভাষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস-ঐতিহ্য জানতে অত্র বিদ্যালয়ে সুসজ্জিত একটি  লাইব্রেরি রয়েছে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে এ লাইব্রেরীতে “মুজিব কর্ণার ” স্থাপন করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর কর্ম ও জীবন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় প্রশাসন সবসময় সজাগ রয়েছে। বর্তমান যুগের চাহিদা বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেয়া এবং এ লক্ষ্যে বিজ্ঞানের স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরি এবং আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের ওয়েবসাইট নতুনভাবে তৈরীতে যারা অবদান রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ভাল সুফল পাবে এ প্রত্যাশা কামনা করছি।